Saturday, February 20, 2016

জয়গুরু !

ইষ্টপথযাত্রী দাদা ও মায়েরা ,
জয়গুরু !

অনেকদিনের স্বপ্ন ছিল , ঠাকুরের বইগুলো অনলাইনে পিডিএফ আকারে দেয়া যায় কিনা । ইচ্ছা ছিল , কিন্তু কিভাবে করব জানা ছিল না । এতদিন পরে সেই বিদ্যা আয়ত্তে এসেছে । প্রথমে ছোট কিছু দিয়ে শুরু করার ইচ্ছা । দেখা যাক কি হয় ।

বন্দে পুরুষোত্তমম ! 

No comments:

Post a Comment