Tuesday, November 8, 2016

ছোটদের শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র- পরেশ চন্দ্র ভোরা

জয়গুরু !

সেই কবে ফেব্রুয়ারিতে বলেছিলাম ঠাকুরের বইগুলো পিডিএফ আকারে দেয়ার ইচ্ছার কথা।নিয়ে বসতে বসতে দেরী হল। ছোট একটি বই নিলাম তাড়াতাড়ি হবে বলে ।কিন্তু ডিজিটাল রূপে নিতে অভিজ্ঞতার অভাবে কষ্ট হল।


যাক এবার  আপনাদের সাথে শেয়ার করছি প্রথম বই ...


ছোটদের ছোটদের শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
লেখক-  পরেশ চন্দ্র ভোরা 
তপোবন প্রকাশন
প্রথম মুদ্রণ- ?
চতুর্থ মুদ্রণ- আস্বিন ১৩৯৫ সন
মুদ্রিত মূল্য- ১২ টাকা মাত্র 
পৃষ্ঠা সংখ্যা- ৭২
ফরমেট- পি ডি এফ 
সাইজ- ৪৫ মেবা বড়। ৮ মেবা ছোট ।


ভূমিকা থেকে সরাসরি - 
আমার কথা
আমার ছোট ছোট ভাই-বােনদের জনাে বইখানা লিখলাম ৷যদি ভাল লাগে বুঝবাে তাদেরই মহত্ত্ব I আর যদি কোন ত্রুটি থেকে থাকে, সেটা আমারই লেখার অপটুতা I

এই বইখানি লিখবার বিশেষ প্রেরণা দিয়েছে আমার বন্ধু শ্রীকন্দর্প স্বামী I তাকে আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি I চতুর্থ সংস্করণে অনেকটা পরিমার্জিত ও পরিবর্ধিত করে ছবি দিয়ে সাজানো হয়েছে ৷ আশা করি এতে পাঠকদের অনেক সুবিধা হবে ।
ঘটনাগুলো কুড়িয়ে পেয়েছি শ্রীযুক্ত প্রফুল্লকুমার দাসের নোট বুক থেকে I তিনি দীর্ঘকাল শ্রীশ্রীঠাকুরের কাছে বসে থেকে যে-টুকু আহরণ করেছেন, তার থেকে আমি কিছুটা অংশ পেয়েছি I তাঁর সহযোগিতার তুলনা হয় না I আমার জীবনের কিছু যদি দেবার থাকে তাঁকে তাই উজাড় কার দিতে ইচ্ছে করে I তাই রইলও তাঁর জন্যে । দয়ালের চরণে প্রার্থনা তিনি দীর্ঘায়ু হোন I

ইতি-
নিবেদক-
পরেশ ভোরা

 উপরে দুটি নমুনা পৃষ্ঠা দিলাম। 

ডাউনলোডের জন্য দুটি ফাইল দিলাম। একটির সাইজ বড় ৪৫ মেগাবাইট। আরেকটি ফাইলের সাইজ ছোট করে দিলাম, ৮ মেগাবাইট হবে,যাতে অল্প ডাটা যারা সাবস্ক্রাইব করেন তাদের সুবিধা হয়। 


ডাউনলোড লিংক- 

সবাই ভাল থাকবেন। 
বন্দে পুরুষোত্তমম ! 
 
Chotoder Sri Sri Thakur Anukul Chandra, Paresh Chandra Vora.

Saturday, February 20, 2016

জয়গুরু !

ইষ্টপথযাত্রী দাদা ও মায়েরা ,
জয়গুরু !

অনেকদিনের স্বপ্ন ছিল , ঠাকুরের বইগুলো অনলাইনে পিডিএফ আকারে দেয়া যায় কিনা । ইচ্ছা ছিল , কিন্তু কিভাবে করব জানা ছিল না । এতদিন পরে সেই বিদ্যা আয়ত্তে এসেছে । প্রথমে ছোট কিছু দিয়ে শুরু করার ইচ্ছা । দেখা যাক কি হয় ।

বন্দে পুরুষোত্তমম !